শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-টিউশন ফি বাড়ছে ৫ গুণ

Home Page » অর্থ ও বানিজ্য » সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-টিউশন ফি বাড়ছে ৫ গুণ
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



 abul mal abdul muhit says central bank involve in money theft scam

বঙ্গ-নিউজঃ আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পাঁচগুণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট সংক্রান্ত একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন ও টিউশন ফি ১২ থেকে ২০ টাকার মধ্যে আছে, আগামী বাজেটে সেগুলো বাড়িয়ে পাঁচগুণ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া সভায় উপস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও টিউশন ফি বাড়ানোর পক্ষে মত দেন।

তিনি বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোর বেতন ও টিউশন ফি ১২ থেকে ১৬ টাকা। হোস্টেল ফিও অনেক কম। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেতন ও আবাসিক হলের চার্জও দীর্ঘদিন ধরে অনেক কম। অথচ একই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন টিউশন ফি অনেক বেশি। তাই যৌক্তিকভাবে এগুলো বাড়ানো উচিত।

এদিকে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মোট জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার দাবি জানিয়ে সভায় বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় জাতীয় আয়ের ৬ শতাংশ অথবা মোট জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, সরকারের রূপকল্প ২০২১ ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এর বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। এবং সে অনুযায়ী একটি রোডম্যাপ প্রণয়ন করে তার ভিত্তিতে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ অর্থবরাদ্দের জন্য দিক নির্দেশনা দিতে হবে।

বাংলাদেশ সময়: ৬:৫৭:০৭   ৩৯৩ বার পঠিত