বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
কুসিক নির্বাচন: কুমিল্লা কমার্স কলেজ কেন্দ্র দখলের চেষ্টা
Home Page » জাতীয় » কুসিক নির্বাচন: কুমিল্লা কমার্স কলেজ কেন্দ্র দখলের চেষ্টা
বঙ্গ-নিউজ: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে কুমিল্লার কমার্স কলেজ (সরকারি সিটি কলেজ) কেন্দ্র দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রমিজ উদ্দিন ও তার সমর্থকরা কেন্দ্রটি জোড় পূর্বক দখল করার চেষ্টা চালান বলে অভিযোগটি পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পরেই বেলা ১১টার দিকে কেন্দ্রটি দখলে নেওয়ার চেষ্টায় চালায় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা। কেন্দ্র দখলের জন্য ওই কেন্দ্রের সামনে কমপক্ষে ১০ থেকে ১৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এসময় কেন্দ্রে উপস্থিত ভোটাররা ভোট কেন্দ্র ছেড়ে এদিক-সেদিক ছুটো-ছুটি শুরু করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল নিক্ষেপ করে। কেন্দ্রের পাশে পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে পুলিশ।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন এই কেন্দ্রে ভোট গ্রহন স্থগিতের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর আগে গতকাল কুমিল্লায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। জঙ্গি আতঙ্ক মাথায় রেখেই ভোট কেন্দ্রে যেয়ে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ককটেল ফাটানোর পর ওই কেন্দ্রের ভোটাররা আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে
বাংলাদেশ সময়: ১৬:১২:০৫ ৩৫৯ বার পঠিত