বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
ঢাকার আইপিইউ সম্মেলনে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকার আইপিইউ সম্মেলনে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানবঙ্গ-নিউজঃ আগামী ১ এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। ঢাকাতে শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরামের এই সম্মেলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।
গতকাল মঙ্গলবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবদে বাংলাদেশ হাই কমিশনকে বিষয়টি জানিয়ে দিয়েছে। এক কূটনৈতিক বার্তার মাধ্যমে সম্মেলনে প্রতিনিধি না পাঠানোর বিষয়টি জানায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী মাসের প্রথম দিন থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঢাকায় চলবে বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরামের এই সম্মেলন।
গত নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদ সার্ক সম্মেলন বর্জন করেছিল বাংলাদেশসহ চার দেশ। ফলে সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের পক্ষ্য থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তার উপর ভিত্তি করেই সার্ক সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১১:৪২:৫০ ৪১৯ বার পঠিত