বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ইরফান
Home Page » ক্রিকেট » এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ইরফান
বঙ্গ-নিউজ: পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এক বছরের জন্য যে কোনো ধরনের ক্রিকেটের নিষিদ্ধ হয়েছেন। পিএসএলে স্পট ফিক্সিংয়ের মতো কলঙ্কে জড়িত থাকার অপরাধে তার এই শাস্তি হলো।
গত পিএসএলে আরো কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে একই ধরনের অভিযোগে চিহ্নিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইরফানের বিরুদ্ধে অভিযোগ ছিলো, অনৈতিকভাবে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষকে অভিহিত করেননি তিনি।
নিয়ম হলো, কোনো ক্রিকেটার যদি অনৈতিক প্রস্তাব পান তবে দ্রুততর সময়ের মধ্যে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। কিন্তু ইরফান তা করেননি। এ কারণেই মূলত দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
ইরফান জানিয়েছেন, কয়েক দিনের ব্যবধানে বাবা ও মায়ের মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ফলে ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করার আগ্রহ ছিলো না তার।
কিন্তু ইরফানের ওই কথা আমলে নেয়নি কর্তৃপক্ষ। আর ইরফানও তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। পরে নানা আলোচনার পর ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ৮:২৩:৫৯ ৩৭৯ বার পঠিত