বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭

অবিশ্বাস্য খাদক এক প্রাণি

Home Page » এক্সক্লুসিভ » অবিশ্বাস্য খাদক এক প্রাণি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭



অবিশ্বাস্য খাদক এক প্রণি

বঙ্গ-নিউজ: আমরা জানি যে মাকড়সারা পোকামাকড়, কীট, পতঙ্গ খেয়ে পেট ভরায়। সম্প্রতি মাকড়সাদের খিদে নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। আমাদের মনে হতেই পারে, এই ছোট জীবটি কতই বা খেতে পারে।

সম্প্রতি গবেষণায় নেমে চমকে উঠেছেন মার্টিন নিফেলার ও ক্লস বর্কোফার নামে দুই জীববিজ্ঞানী। তাঁরা সমীক্ষা করে যা তথ্য পেয়েছেন তা শিউরে ওঠার মতো।

মার্টিন ও ক্লস জানান, বিশ্বে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টন মাকড়সা আছে। এক বছরে বিশ্বের সমস্ত মাকড়সা যা খায় তার পরিমাণ ৪০-৮০ কোটি টন। হিসেব করলে দাঁড়ায় বিশ্বের ৭০০ কোটি মানুষ এক বছরে যা মাংস খায়, তার থেকেও বেশি।

মাকড়সা বিজ্ঞানীরা জানান, একটি মাকড়সা প্রতি দিন তার দেহের ওজনের ১০ শতাংশ ওজনের খাবার খায়। অর্থাৎ প্রতি দিন এক জন ৯০ কেজি ওজনের মানুষের ৯ কেজি মাংস খাওয়ার মতো ব্যাপার।

আরও চমকে দেওয়ার মতো তথ্য জানিয়েছেন মার্টিন ও ক্লস। সারা বিশ্বে যত মানুষ রয়েছে তাঁদের মোট ওজন যদি হিসেব করা যায়, সেই ওজনও মাকড়সাদের এক বছরের খাবারের পরিমাণের ধারে কাছে ঘেঁষতে পারবে না।

বাংলাদেশ সময়: ৮:১৮:১০   ৪২০ বার পঠিত