বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
খরায় তৃষ্ণার্ত সাপকে পানি খাওয়াচ্ছেন গ্রামবাসী
Home Page » ফিচার » খরায় তৃষ্ণার্ত সাপকে পানি খাওয়াচ্ছেন গ্রামবাসীবঙ্গ-নিউজ: ভারতের কর্নাটকে এ সময় প্রচণ্ড গরম পড়েছে। আর এ গরমে দেশটির উত্তর কর্নাটকের কাইগাতে একটি সাপেকে পানি খাওয়ানোর ভিডিও সামনে এসেছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একটি সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ১২ ফুটের একটি শঙ্খচূড় সাপ গ্রামের মধ্যে ঢুকে পড়ে। গ্রামবাসীদের কথায়, এই সময় গ্রামে প্রচণ্ড গরম। নদী-নালা, পুকুর সব শুকিয়ে গিয়েছে। তৃষ্ণা মেটাতে তাই গ্রামে ঢুকে পড়েছে সাপটি। ভিডিওতে দেখা যায়, সাপের জন্য বোতলে পানি নিয়ে এসে খাওয়ানো হচ্ছে। পরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা।
বাংলাদেশ সময়: ৮:১১:২০ ৪১৪ বার পঠিত