বুধবার, ২৯ মার্চ ২০১৭
র্যাবের গোয়েন্দা প্রধানকে রাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে
Home Page » মুক্তমত » র্যাবের গোয়েন্দা প্রধানকে রাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে
বঙ্গ-নিউজঃ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে আজ রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কর্ণেল আজাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে রওনা দিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসকরা তাকে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ডাক্তারের পরামর্শেই তাকে দেশে ফেরত আনা হচ্ছে। ঢাকায় গোয়েন্দা প্রধানকে সিএমএইচ সামরিক হাসপাতালে ভর্তি করা হবে। রাতেই আজাদের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছার কথা।’
এর আগে ২৮ মার্চ মঙ্গলবার রাতে সিঙ্গাপুরস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান জানান, ‘হাসপাতালটিতে কর্ণেল আজাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার অবস্থা ‘ভেরি ক্রিটিকাল’। এখনো কোনও উন্নতি হয়নি।’
প্রসঙ্গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ২৬ শে মার্চ রোববার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৯:২৪ ৩৮০ বার পঠিত