বুধবার, ২৯ মার্চ ২০১৭

অবশেষে শুরু হল ব্রেক্সিট প্রক্রিয়া !!

Home Page » আজকের সকল পত্রিকা » অবশেষে শুরু হল ব্রেক্সিট প্রক্রিয়া !!
বুধবার, ২৯ মার্চ ২০১৭



ব্রেক্সিট আবেদনপত্র স্বাক্ষর করলেন টেরেসা মে ব্রেক্সিট আবেদনপত্র স্বাক্ষর করলেন টেরেসা মে

বঙ্গ-নিউজঃ অবশেষে দিনটি এলো৷ গত বছরের জুন মাসে গণভোটের পর বুধবার ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রক্রিয়া শুরু করছে৷ ২ বছরের মধ্যে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা৷

ইইউ-র লিসবন চুক্তির সনদ ৫০ অনুযায়ী কোনো সদস্য দেশ এই রাষ্ট্রজোট ত্যাগ করতে পারে৷ দেশের মধ্যে ব্রেক্সিট-কে ঘিরে নানা বিতর্ক এবং রাজনৈতিক ও আইনি জটিলতার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে অবশেষে সেই কাঠামোর আওতায় আবেদনপত্রে স্বাক্ষর করলেন৷

 

অভূতপূর্ব এই ঘটনা এই দুই বছরে ঠিক কোনদিকে গড়াবে, তার পূর্বাভাষ দেওয়া কঠিন৷ ইইউ ব্রিটেনকে কোনোরকম ছাড় দিতে প্রস্তুত নয়৷ ব্রাসেলস এমন এক দৃষ্টান্ত তৈরি করতে চায়, যাতে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা বাকিদের জন্য মোটেই আকর্ষণীয় হবে না৷

Infografik Brexit Timeline Englisch

নিয়ম অনুযায়ী দুই বছরের মধ্যে প্রক্রিয়াটি শেষ না হলে আলোচনার মেয়াদ বাড়ানো সম্ভব, তবে তার জন্য ২৭টি সদস্য দেশের সম্মতি প্রয়োজন৷ আরেকটি সম্ভাব্য পরিস্থিতি হলো, ব্রিটেন মেয়াদ অনুযায়ী দুই বছরের মাথায় ইইউ ত্যাগ করবে, কিন্তু ইইউ-র সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে এত দ্রুত কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না৷ সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ডাব্লিউটিও-র নিয়ম অনুযায়ী দুই পক্ষের মধ্যে বাণিজ্য চলবে৷ ব্রিটেনে কিছু মহল এখনো ইইউ-তে থেকে যাবার আশাও করছে৷

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৪   ৪৪০ বার পঠিত