বুধবার, ২৯ মার্চ ২০১৭

আবারও পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!

Home Page » আজকের সকল পত্রিকা » আবারও পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!
বুধবার, ২৯ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্বের নজর এখন উত্তর কোরিয়ার দিকে। দেশটি জাতিসংঘসহ বিশ্বের শান্তিকামী দেশগুলোর আহ্বান উপেক্ষা করে পরমাণু পরীক্ষা অব্যাহত রেখেছে। আগামী এপ্রিলে দেশটি ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষা চালাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

north korea nuclear bomb new

উত্তর কোরিয়ার প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্র পুঙ্গিরই’তে বড় ধরনের খনন কাজকে ঘিরে এসব জল্পনার সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা বলছে, ‘উত্তর কোরিয়া প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্রে দু’টি সুড়ঙ্গে খনন কাজ বাড়িয়েছে। যা পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি। বিষয়টিতে কূটনৈতিক-সামরিক বিশ্লেষকরা চিন্তিত।’

দক্ষিণ কোরিয়া বলছে, খনন কাজ শেষে পর দুইটিতেই এক সঙ্গে পরমাণু পরীক্ষা চালানো হবে নাকি বিরতি দিয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা চলবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তারা যে পরমাণু পরীক্ষা চালাবে বিষয়টি নিশ্চিত।

দক্ষিণ কোরিয়ার দাবি, এপ্রিলে পরমাণু পরীক্ষা চালানোর জন্য তিনটি সম্ভাব্য তারিখ বেছে নিতে পারে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে মাসের প্রথম দিকে চীন-মার্কিন শীর্ষ সম্মেলন চলাকালিন পরমাণু পরীক্ষাটি হতে পারে। অথবা উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম ইল-সুংয়ের জন্মদিন ১৫ এপ্রিলে বা কোরিয়ার গণ ফৌজের প্রতিষ্ঠা বার্ষিকী ২৫ এপ্রিলে অথবা কিম জং উনের পছন্দমতো একটি দিনে।

প্রসঙ্গত, জাতিসংঘের পরমাণু বিষয়ক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিগত দেড় বছরে উত্তর কোরিয়া ২৫ দফায় ক্ষেপণাস্ত্র এবং দুই দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্রে পরমাণু বোমা স্থাপন পরীক্ষার অংশ হিসেবে এসব করছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৩   ৩৯৫ বার পঠিত