বুধবার, ২৯ মার্চ ২০১৭
মানব বর্জ্য !!! কোকাকোলায় ?
Home Page » সর্বশেষ সংবাদ » মানব বর্জ্য !!! কোকাকোলায় ?বঙ্গ-নিউজঃ খবরটি এসেছে উত্তর আয়ারল্যান্ড থেকে। সেখানকার একটি কোকাকোলার কারখানায় তৈরি পানীয়তে ‘মল-মূত্র’ পাওয়া গেছে।
এ সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে বেলফাস্টের একটি সংবাদ মাধ্যম। তাতে অবশ্য মল- মূত্রের কথা না বলে, বলা হয়েছে মানব বর্জ্যের কথা। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
জানা গেছে, কারখানাটিতে ব্রিটেন থেকে খালি বোতল ও ক্যান পাঠানো হয়। আর সেখানে তৈরী করা পানীয় বোতলজাত করা হয়।
তবে এবার ব্রিটেন থেকে নয়, জার্মানি থেকে সেখানে এসেছিলো বোতল ও ক্যানের চালান। তারপর সেই বোতল ও ক্যানে পানীয় ভরার পরই মানব বর্জ্যের দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ধারণা করা হচ্ছে, কোকাকোলায় যে ধরনের উপাদান থাকে, তা বোতল ও ক্যানের সংস্পর্শে আসার পরই গন্ধ ছড়ানো শুরু করে।
কোকাকোলার একজন মুখপাত্র জানিয়েছেন যে, মানব বর্জ্যের গন্ধ পাওয়ার পর সংশ্লিষ্ট কারখানা থেকে কোকাকোলা বাজারজাত বন্ধ রয়েছে। তিনি মানব বর্জ্যের গন্ধের যে তথ্য বেরিয়েছে, তার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:২৫:০১ ৩৯৫ বার পঠিত