মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
” দগ্ধ আত্মা”- ফাতেমা হক মুক্তা
Home Page » সাহিত্য » ” দগ্ধ আত্মা”- ফাতেমা হক মুক্তাদহন দগ্ধ মধ্যরাতে
যে গোলাপটি পাপড়ি খুলে দেয়
তার কি আর অকালে মরার ভয় থাকে?
যে পাখি ঘর ছেড়ে একাকি রাতে হাঁটে
সে কি আর পথ হারাবার ভয় রাখে?
নিঃসঙ্গতার কাছে যে ময়নাটা হার মানে
তার কি কখনও খাঁচায় বন্দির ভয় লাগে?
যে কবি সুখের কবিতা লিখে
সে কি কখনও রাত জাগে?
বিরহের অণলে যার দেহ মন আত্মা দগ্ধ
সে আর কোন প্রেমে হবে মুগ্ধ?
যে জন্মের পর থেকে বহুবার বহুবার
মৃত্যুবরণ করেছে
তার কি আর কখনও
মৃত্যুর ভয় আছে?
নৌ সদর দপ্তর, বনানী, ঢাকা
বাংলাদেশ সময়: ১৬:১২:০৪ ৩৮৪ বার পঠিত