মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭

মুসলমানদের উপর হামলা, অগ্নিসংযোগঃ গুজরাটে

Home Page » বিশ্ব » মুসলমানদের উপর হামলা, অগ্নিসংযোগঃ গুজরাটে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



gujrat attack 2  বঙ্গ-নিউজঃ ভারতের গুজরাটে আবারও মুসলিম সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাটান জেলার চানসামা থানা এলাকার ঠাকুর সম্প্রদায়ের লোক মুসলমান সম্প্রদায়ের উপর হামলা চালায়। মুসলমানদের ঘড়বাড়ি জ্বালিয়ে দেয়। এই হামলায় ইব্রাহিম বেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। ঠাকুর সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের উপর এই হামলা চালায় ঠাকুর সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার লোক।

রয়টার্স ও দ্য ইকোনিমিক টাইমসের প্রতিবেদনেও নিহতের সংখ্যা এক উল্লেখ করা হয়েছে। এবং আহতের সংখ্যা বলা হয়েছে ১৪। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্খাজনক।

এ বিষয়ে পুলিশের ভাষ্য, দুই শিক্ষার্থীর মধ্যে সামান্য কথা কাটাকাটির পর ঠাকুর সম্প্রদায়ের ওই ছাত্র গ্রামে গিয়ে বললে প্রায় হাজার লোক জড়ো হয়। পরে এক সাথে তারা মুসলমান সম্প্রদায়ের উপর হামলা চালায়।

পুলিশ আরও বলেছে, মুসলিম সম্প্রদায়ের প্রায় ৯০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনার সময় প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে গিয়েছিল মুসলমানরা। কিছু মুসলমান ধরপুর গ্রামের কাছে এক হাসপাতালে আশ্রয় নিয়েছিল।

জানা গেছে, মুসলিম সম্প্রদায়ের বসত বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও চালিয়েছে হামলাকারিরা। পরে পুলিশ এসে লাঠি পেটা ও কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাজ্যের পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

গুজরাট ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য। ২০০২ সালে এখানে হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল। যাদের বেশির ভাগই ছিলেন মুসলমান।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৩   ৩৮৪ বার পঠিত