মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
ঘূর্ণিঝড়ের কবলে অষ্ট্রেলিয়া
Home Page » বিশ্ব » ঘূর্ণিঝড়ের কবলে অষ্ট্রেলিয়াকরবী ঘোষ, বঙ্গ-নিউজঃ একটি শক্তিশালী ঘূর্ণিঝড় অষ্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসে যার গতিবেগ ঘন্টায় প্রায় ২৬৩ কিলোমি্টার। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে “ডেবি”। এটি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে আঘাত হেনেছে।উক্ত অঞ্চল থেকে ২৫ হাজারের বেশী লোককে সরিয়ে নেওয়া হয়েছেে।২৩ হাজারেরও বেশী বাড়িঘরে বিদ্যুৎ বিছিন্ন করা হয়েছে।কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ ১৮১টি স্কুল বন্ধ করে দিয়েছে। এ ঘূর্ণিঝড়ে বোয়েন ও এয়ারলি সৈকতের মধ্যাবর্তী স্থানে ভূমিধ্বস হয়েছে। এয়ারলি সৈকতে ঝড়ো বাতাস বইছে এবং বৃষ্টিও হচ্ছে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০১১ সালে আঘাতহানা ঘূর্ণিঝড়ের চেয়ে বেশী হতে পারে। এর প্রবলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও জানা যায়।
সূত্রঃবিবিসি
বাংলাদেশ সময়: ১১:৫২:১১ ৩৮৯ বার পঠিত