মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন!
Home Page » ক্রিকেট » দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন!
বঙ্গ-নিউজ: ব্যাটিং বোলিং ফিল্ডিং, এই তিন বিভাগে সমান পারফর্ম্যান্স দেখিয়ে শ্রীলংকার বিরুদ্ধে ৯০ রানের জয় নিয়ে প্রথম ওয়ানডেতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশ নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা।
আজ মঙ্গলবার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। শ্রীলংকার লক্ষ্য থাকবে ম্যাচ জিতে সমতায় ফেরা। আর টাইগারদের লক্ষ্য থাকবে ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটাকেই হাতে পুরে নেয়ার।
এই অবস্থায় বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন কিছুরই ইঙ্গিত পাওয়া গেলো। তবে পরিবর্তন খুবই সীমিত হবে বলেও জানালেন।
সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজকের ম্যাচের জন্য ঘাসযুক্ত উইকেট তৈরি করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
সে কারণে ব্যাটিংয়ে গুরুত্ব বাড়াতে একজন পেস বোলার কমিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। ফলে তাসকিনের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন শুভাগত কিংবা রুবেল। তবে মাশরাফি জানালেন, একাদশ এখনও ঠিক করা হয়নি। উইকেট দেখেই একাদশ ঠিক করা হবে।
সাথে এও বললেন, জয়ী দলের সমন্বয় রক্ষা নিয়ে গত দুই বছরে ভাবেনি বাংলাদেশ দল। আজকের উইকেট এক নাও হতে পারে। তাই সবকিছুর জন্যই প্রস্তুত আছে টাইগাররা।
বাংলাদেশ সময়: ৮:১৭:২৯ ৩৬০ বার পঠিত