সোমবার, ২৭ মার্চ ২০১৭
বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতি!
Home Page » জাতীয় » বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতি!
বঙ্গ-নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো বিমানের অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রবিবার রাতে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি-০৩৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, বিজি-০৩৮ ফ্লাইটটি ২৫ মার্চ সকাল ৬টায় জেদ্দা থেকে ছেড়ে আসার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে বিমানের কার্গোডোরের লক অকেজো হয়ে যাওয়ায় ফ্লাইট বাতিল করা হয়।
ফ্লাইটের যাত্রীরা জানান, ফ্লাইট বাতিল হলেও বাংলাদেশ বিমানের কোনও কর্মকর্তা যাত্রীদের খোঁজখবর নেয়নি। এরপর দিনের ১২টা বেজে যাওয়ার পর যাত্রীদেরকে জানানো হয় যে, ফ্লাইটটি ২৬ মার্চ সকালে ছাড়া হবে। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়। একদিন দেরি করায় এমনিতেই যাত্রীদের মনে ক্ষোভ বিরাজ করছিলো।
এছাড়া ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা থাকলেও বাংলাদেশের কাছাকাছি এসে বিমানের ক্যাপ্টেন সরাসরি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় অবতরণের ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে ঢাকার যাত্রীরা স্বাগত জানালেও চট্টগ্রামের যাত্রীরা মেনে নিতে অস্বীকার করেন। তাদের বক্তব্য, চট্টগ্রামে নামবেন বলেই তারা অতিরিক্ত টাকা দিয়ে টিকিট ক্রয় করেছিলেন।
এই সময় ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একটু পর তা হাতাহাতিতে পরিণত হয়। বিমানের ক্রুরা যাত্রীদের এই ঝগড়া থামাতে গিয়ে উল্টো তোপের মুখে পড়েন।
এ ঘটনায় বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২১:৩৩:২১ ৩১৬ বার পঠিত