বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতি!

Home Page » জাতীয় » বাংলাদেশ বিমানের ফ্লাইটে হাতাহাতি!
সোমবার, ২৭ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ:  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো বিমানের অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রবিবার রাতে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি-০৩৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

fight in bangladesh biman

ফ্লাইটে থাকা যাত্রীরা জানান, বিজি-০৩৮ ফ্লাইটটি ২৫ মার্চ সকাল ৬টায় জেদ্দা থেকে ছেড়ে আসার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে বিমানের কার্গোডোরের লক অকেজো হয়ে যাওয়ায় ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইটের যাত্রীরা জানান, ফ্লাইট বাতিল হলেও বাংলাদেশ বিমানের কোনও কর্মকর্তা যাত্রীদের খোঁজখবর নেয়নি। এরপর দিনের ১২টা বেজে যাওয়ার পর যাত্রীদেরকে জানানো হয় যে, ফ্লাইটটি ২৬ মার্চ সকালে ছাড়া হবে। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়। একদিন দেরি করায় এমনিতেই যাত্রীদের মনে ক্ষোভ বিরাজ করছিলো।

এছাড়া ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার কথা থাকলেও বাংলাদেশের কাছাকাছি এসে বিমানের ক্যাপ্টেন সরাসরি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় অবতরণের ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে ঢাকার যাত্রীরা স্বাগত জানালেও চট্টগ্রামের যাত্রীরা মেনে নিতে অস্বীকার করেন। তাদের বক্তব্য, চট্টগ্রামে নামবেন বলেই তারা অতিরিক্ত টাকা দিয়ে টিকিট ক্রয় করেছিলেন।

এই সময় ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একটু পর তা হাতাহাতিতে পরিণত হয়। বিমানের ক্রুরা যাত্রীদের এই ঝগড়া থামাতে গিয়ে উল্টো তোপের মুখে পড়েন।

এ ঘটনায় বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২১:৩৩:২১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ