সোমবার, ২৭ মার্চ ২০১৭

গণপরিবহনে মহিলা সিটে পুরুষ বসলে জেল-জরিমানা

Home Page » জাতীয় » গণপরিবহনে মহিলা সিটে পুরুষ বসলে জেল-জরিমানা
সোমবার, ২৭ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে অন্য কেউ বসলে বা তাদের বসতে না দিলে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। অথবা দুই শাস্তিই ভোগ করতে হতে পারে।

shafiul alom

আজ সোমবার এই শাস্তির বিধানসহ আরও কিছু বিধান যুক্ত করে সড়ক পরিবহন আইন ২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সংবাদ ব্রিফিংয়ে তিনি অনুমোদিত খসড়ার অনান্য নিয়মও জানিয়েছেন, ‘প্রস্তাবিত আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। যদি কেউ তা করে, তাহলে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া চালককে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। আর চালকের সহযোগীদের (কনট্রাকটর) কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস হতে হবে।’

এছাড়া দুর্ঘটনার জন্য আগের শাস্তির বিধানই জারি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানিয়েছেন, ‘ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবেন না। কেউ যদি তা করে তাহলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।’

বাংলাদেশ সময়: ২১:২২:২৭   ৪১০ বার পঠিত