সোমবার, ২৭ মার্চ ২০১৭
দেয়াল ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেছেন কমান্ডোরা
Home Page » সংবাদ শিরোনাম » দেয়াল ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেছেন কমান্ডোরা
বঙ্গ-নিউজ: সিলেটের সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত ‘আতিয়া মহলে’র দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন সেনাবাহিনী নেতৃত্বাধীন কমান্ডো বাহিনী। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে কমান্ডোরা ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়েই অল্প সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে অভিযান।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইটে আপলোড করা একটি ভিডিও ক্লিপেও সেনাসদস্যদের আতিয়া ভবনের দেয়াল ভাঙতে দেখা যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সোমবারের মধ্যেই অভিযান শেষ করতে। ভেতরে থাকা জঙ্গিরা কোনঠাসা। ‘অপারেশন টোয়াইলাইট’ আরো বেশি জোরদার করা হচ্ছে।’
এদিকে সোমবার দুপুরে অভিযান শুরুর আগে ভয়াবহ বিস্ফোরণ এবং গুলাগুলির শব্দ শোনা যায়। দুপুর ২ টার দিকে আতিয়া ভবনে বড় ধরণের বিস্ফোরণ ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযানের শেষ পর্যায়ে আছেন কমান্ডোরা ফলে বেশি গোলাগুলি হচ্ছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার পাঠানপাড়ায় পাঁচতলা বিশিষ্ট দুটি ভবনই হলো ‘আতিয়া মহল’। বাড়িটিতে জঙ্গি আস্তানা আছে এমন সন্দেহে ২৩ মার্চ বৃহস্পতিবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর শুক্রবার অভিযানে যোগ দেয় সোয়াট ও সেনাসদস্যরা। ওইদিনই দুপুর থেকে জঙ্গি দমনে শুরু হয় কমান্ডো অভিযান ‘টোয়াইলাইট’।
বাংলাদেশ সময়: ২০:৫০:১৫ ৩১০ বার পঠিত