সোমবার, ২৭ মার্চ ২০১৭
সিটিং সার্ভিসের নামে প্রতারণা-ভোগান্তি বন্ধ হচ্ছে
Home Page » প্রথমপাতা » সিটিং সার্ভিসের নামে প্রতারণা-ভোগান্তি বন্ধ হচ্ছে
বঙ্গ-নিউজঃ দীর্ঘদিন অভিযোগের পর সিটিং বাস সার্ভিসের নামে প্রতারণা ও ভোগান্তি থেকে হয়তো মুক্তি পেতে যাচ্ছেন রাজধানীবাসী। আগামী ৩০ মার্চ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ।
সিটিং বাস সার্ভিস’ নামে বাস মালিকদের প্রতারণা ও ভোগান্তির বিষয়ে অনেক দিন যাবত অভিযোগ করে আসছে রাজধানীবাসী। যার ফলে তদন্ত করা হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে, তদন্তের প্রতিবেদন নিয়ে আগামী ৩০ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, ‘রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আছে। তাছাড়া সিটিং সার্ভিসের নামে ভাড়া নৈরাজ্য নিয়েও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে আমরা তদন্ত করেছি। মালিক পক্ষের সঙ্গে আগামী ৩০ মার্চ আমরা এ বিষয় নিয়ে বসছি। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজধানীতে সিটিং বাস সার্ভিস নিয়ে খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বিভিন্ন সময় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
অভিযোগ আছে, সিটিং সার্ভিস বাসগুলোতে সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আবার সিটিং বলে ভাড়া বেশি নিলেও নিয়মিতই দাঁড়িয়ে যাত্রী বহন করছে বাসগুলো।
বাংলাদেশ সময়: ১৯:০৭:৪০ ৩৭৬ বার পঠিত