সোমবার, ২৭ মার্চ ২০১৭
পঞ্চগড়ে ‘সন্দেহভাজন’ ৬ নারী আটক
Home Page » জাতীয় » পঞ্চগড়ে ‘সন্দেহভাজন’ ৬ নারী আটক
বঙ্গ-নিউজ: পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার একটি বাড়ি থেকে ‘সন্দেহভাজন’ ছয় নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার পঞ্চগড় ১৬ বিজিবি ক্যানটিনের সামনে রবিউল ইসলাম নামের এক পান দোকানদারের বাড়ি থেকে ওই ছয় নারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে একটি শিশু সন্তানও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার। তিনি বলেন, ‘আটক হওয়া নারীরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
আটক নারীরা হলেন- মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহঢেনা বেগম, আঙ্গুরা বেগম, সুরফা আক্তার ও সুমি। তাদের সকলের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে দাবি করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছেন, পঞ্চগড়ের বার আউলিয়া নামের একটি মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে এসেছে তারা।
স্থানীয়রা বলছে, ‘পঞ্চগড় শহরে এসে রাতে থাকার জন্য তেলিপাড়া এলাকার রবিউল ইসলামের কাছে আশ্রয় প্রার্থণা করে ছয় নারী। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেয়।
বাংলাদেশ সময়: ১২:৫৪:৩৪ ৩৩২ বার পঠিত