সোমবার, ২৭ মার্চ ২০১৭
যে কারণে আতিয়া মহল অভিযানে দেরি হচ্ছে
Home Page » প্রথমপাতা » যে কারণে আতিয়া মহল অভিযানে দেরি হচ্ছে
বঙ্গ-নিউজঃ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল নামে একটি বাড়িতে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, সোয়াত এবং সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী। আজ রবিবার রাত পর্যন্ত আতিয়া মহল সমস্যার সমাধান হয়নি।
এই অভিযানে কেনো এতো সময় লাগছে তার ব্যাখ্যা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রবিবার বিকেল সাড়ে ৫টার পর দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে তিনি এ ব্যাখ্যা দেন।
তিনি জানান, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আমাদের কমান্ডোরা ভালো টেকনিক অ্যাপ্লাই করেছিল। কারণ জঙ্গিরা আইইডিগুলো লাগিয়েছিল গ্লাউন্ডফোরে, সিঁড়ি ও ভবনের ঢোকার পথে। তাই কমান্ডোরা নিচ দিয়ে না গিয়ে পাশের বিল্ডিং থেকে মই লাগিয়ে পাঁচতলা ভবনের ছাদের ওপর নেমেছে।
ফখরুল আহসান বলেন, ‘বাসিন্দাদের নিয়ে আসার পর আমরা যখন ফায়ার করেছি, তখন তারা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা গিয়েছি, তখনও আইইডি লাগানো ছিল। ওরা যেভাবে আশা করেছিল, আমরা সামনে দিয়ে যাব। কিন্তু আমরা সেই পথে যাইনি। উল্টো পথে গিয়েছি। ওপর দিয়ে গিয়েছি। যে জন্য তারা বুঝতে পারেনি। কমান্ডোরা পাঁচ তলায় গিয়ে চারতলা ব্লক করে দিয়েছে। এরপর পাঁচতলার বাসিন্দাদের বের করে আনা হয়। একইভাবে দোতলা পর্যন্ত তারা এভাবে করেছে।
তিনি বলেন, ‘অবস্থাটা আমাদের পক্ষে ছিল। এই ঝড়-বৃষ্টির মধ্যে কাজ করার সময় কোনও সাড়া শব্দ হয়নি। তারা টের পায়নি। ফলে বাসিন্দাদের বের করে আনা সম্ভব হয়েছে।
জঙ্গিদের লক্ষ্য করে গ্যাস শেল নিক্ষেপ করেছি জানিয়ে তিনি বলেন, ফায়ার করে দুই জঙ্গিকে নির্মূল করতে পেরেছি। আমরা নিশ্চিত যে, তাদের মৃত্যু হয়েছে। একজন শরীরে লাগানো সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। আমাদের কোনও সেনাসদস্য হতাহত হননি। আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদে আছি।
তিনি বলেন, আমরা যথেষ্ট এক্সপ্লোসিভ ফায়ার করেছি। তাই পুরো এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন ভিতরে নড়াচড়া করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমাদের কমান্ডোরা সব ঝুঁকি নিয়ে চেষ্টা করছে যেকোনও সাইট থেকে তাদের নির্মূল করার জন্য। অভিযান অব্যাহত থাকবে। তবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে, কখন এটা শেষ হবে।
বাংলাদেশ সময়: ০:০৯:০১ ৩৬০ বার পঠিত