রবিবার, ২৬ মার্চ ২০১৭
শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে হামলায় জড়িত সেই জঙ্গি নিহত
Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে হামলায় জড়িত সেই জঙ্গি নিহতরয়টার্স: পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী বাসে প্রাণঘাতী হামলার দায়ে অভিযুক্ত ও দুই মার্কিন কর্মীর মৃত্যুর জন্য দায়ী আল কায়েদার এক জঙ্গিকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন শনিবার জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় আল কায়েদার ‘সন্ত্রাসী নেতা’ ক্বারি ইয়াসিন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ১৯ মার্চ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলাটি চালানো হয়, এতে ‘বহু পরিচিত সন্ত্রাসী নেতা’ ইয়াসিন নিহত হন।
ইয়াসিন পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবানের ঘনিষ্ঠ মিত্র বলে বিবৃতিতে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এক বিবৃতিতে বলেছেন, “ক্বারি ইয়াসিনের মৃত্যু প্রমাণ করেছে যেসব সন্ত্রাসীরা ইসলামকে কলঙ্কিত করছে এবং যারা পরিকল্পিতভাবে নিরপরাধ মানুষকে লক্ষ্যস্থল করেছে তারা বিচার এড়াতে পারবে না।”
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২০০৮ সালে একটি হোটেলে বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়, সেখানে দুজন মার্কিন কর্মীও নিহত হন; ওই হামলার জন্য ইয়াসিন দায়ী।
রোববার পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো এবং জঙ্গিরা জানিয়েছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় উস্তাদ আসলাম নামে পরিচিত ইয়াসিন নিহত হয়েছেন।
পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট ইয়াসিনের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে চালানো হামলায় সে জড়িত ছিল বলে জানিয়েছে তারা।
জঙ্গিগোষ্ঠী লস্কর ই জাঙ্গভি ওই হামলাটি সংগঠিত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল।
শ্রীলঙ্কার টিম বাসে হওয়া ওই হামলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক দেশ হওয়ার মর্যাদা হারায় পাকিস্তান।
রাইফেল, গ্রেনেড ও রকেটে সজ্জিত অন্তত ১০ বন্দুকধারী শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী ওই বাসটিতে হামলা চালিয়েছিল। এতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ছয় খেলোয়াড় ও এক ব্রিটিশ কোচ আহত এবং আট পাকিস্তানি নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:১৩:০৩ ৪০৪ বার পঠিত