শনিবার, ২৫ মার্চ ২০১৭
সিলেটে দফায় দফায় বিস্ফোরণ নিহত ৩
Home Page » প্রথমপাতা » সিলেটে দফায় দফায় বিস্ফোরণ নিহত ৩
- বঙ্গ-নিউজঃ সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা ‘আতিয়া মহলে’ চলছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের অভিযান চলাকালীন সন্ধ্যা এবং রাতে দফায় দফায় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার রাত আটটায় সিলেট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যজন বেসামরিক নাগরিক। অভিযান এখনো চলছে।’
এর আগে অভিযানের আপডেট জানাতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংবাদ ব্রিফ্রিংয়ের আয়োজন করেছিল সেনাবাহিনী। ব্রিফিং শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্রিফিংস্থলের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গণমাধ্যমকর্মীসহ ৩০ জনের বেশি আহত হন। এরমধ্যে ছয় জন পুলিশ সদস্য ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশসহ অন্তত ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে অভিযানের কয়েক ঘণ্টার মধ্যে বাড়িটি থেকে ইতোমধ্যে ৭৮ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনটিকে মোট ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ আছে। সবখানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে বিস্ফোরক। অপারেশনটি বেশ সতর্কতার সঙ্গেই পরিচালনা করতে হচ্ছে। এজন্যই সময় লাগছে।’
সেনাবাহিনীর প্যারা-কমান্ডো এবং সোয়াত টিম দুপুর ২টার অভিযান শুরু করে। অভিযান চলাকালে বিকাল ৫টার দিকে ‘আতিয়া মহল’ বেশকিছু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এলাকাবাসী জানান, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিট, ৪টা ৫৬ মিনিট এবং ৪টা ৫৭ মিনিটে পর পর তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে বেলা সোয়া ২টার এবং পৌনে তিনটার দিকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে অনেকে জানান। অভিযান এখনো চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৯ ৩৪৮ বার পঠিত