শনিবার, ২৫ মার্চ ২০১৭
শ্রীলঙ্কাকে ৩২৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কাকে ৩২৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
বঙ্গ-নিউজ: তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে, ডাম্বুলায় আগে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে ৩২৫ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরি, সাকিব ও সাব্বিরের দারুণ হাফ সেঞ্চুরিতে ভর করে এই রান করেন মাশরাফিরা।
শ্রীলঙ্কার বিপক্ষে এতো রান আগে কখনো করেননি বাংলাদেশ। এর আগে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিলো ২৬৫ রান। সেটাও প্রায় এক যুগ আগে। ২০০৬ সালে মোহালিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাইং ম্যাচ ছিলো সেটি।
টস হেরে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকারকে প্রথম হারান মাশরাফিরা। তবে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন তামিম ও সাব্বির রহমান। এই জুটিতেই বড় স্কোরের ভিত্তি পেয়ে যায় বাংলাদেশ।
৫৪ রান করে সাব্বিরের আউটের পর মুশফিক মাত্র দুই বল খেলে আউট হয়ে যাওয়ার পর জুটি গড়েন তামিম ও সাকিব আল হাসান।
বাংলাদেশের বহু কীর্তির নায়ক এই ‘বন্ধুজুটি’ চতুর্থ উইকেট জুটিতে গড়েন ১৪৪ রানের জুটি। শতরানের জুটির পর সেঞ্চুরি করেন তামিম।
তামিম সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালের অক্টোবরে, আফগানিস্তানের বিপক্ষে। এরপর আজকের আগে আরো ছয়টি ইনিংস খেলেছেন তামিম। এর মধ্যে একবার হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি ছুঁতে পারেননি তিনি। অর্থাৎ ছয় ইনিংস পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান।
তামিমের সেঞ্চুরির পর একপ্রান্তে ঝড় তুলেন সাকিব। ৭১ বলে ৭২ রান করে আউট হন সাকিব। এই ইনিংসে সাকিব চারটি চার ও একটি ছয় মারেন। বাউন্ডারির চেয়ে সিঙ্গেলেই বেশি মনোযোগ ছিলো সাকিবের।
শেষ দিকে নয় বলে ২৪ ও সাত বলে ১৩ রানে ঝড় তুলেন যথাক্রমে মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৩২৪ রান করে বাংলাদেশ। এতো রান চেজ করে শ্রীলঙ্কার মাটিতে কোনো দলের জয়ের রেকর্ড নেই। সুতরাং প্রথম ইনিংস শেষেই বাংলাদেশ ছোটখাট একটা উৎসব করে ফেলতে পারে!
বাংলাদেশ সময়: ২১:১২:১৫ ৩৫৭ বার পঠিত