শনিবার, ২৫ মার্চ ২০১৭

জার্মানিতে জ্বলে উঠলো কৃত্রিম সূর্য!

Home Page » এক্সক্লুসিভ » জার্মানিতে জ্বলে উঠলো কৃত্রিম সূর্য!
শনিবার, ২৫ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: মানুষ নিজেদের প্রয়োজনে কত কিছুই না আবিষ্কার করেছে। এবার আবিষ্কৃত হলো কৃত্রিম সূর্য। ইউরোপের দেশ জার্মানিতে জ্বলে উঠলো পৃথিবীর প্রথম এই কৃত্রিম সূর্য। যার নাম দেওয়া হয়েছে ‘সিনলাইট’।

sinlight germany

সৌর শক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু এমন কিছু স্থান আছে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় না। যেসব স্থানে সূর্যের আলো পৌঁছায় না সেসব স্থানে কৃত্রিমভাবে সূর্যের মত করে তাপ ও আলো পৌছে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জার্মানির বিজ্ঞানীরা।

জার্মানিতে গত ২৩ মার্চ থেকেই আলো ও তাপ ছড়াতে শুরু করেছে কৃত্রিম এই সূর্য। জার্মানির পরিবেশমন্ত্রী জোহানস রেমেল, অর্থমন্ত্রী গর্গ মেনজেন এবং জার্মান অরোস্পেস সেন্টারের এগজিকিউটিভ বোর্ড মেম্বার কার্স্টেন লেমের উপস্থিত ছিলেন ওই কৃত্রিম সূর্যের উদ্বোধনী অনুষ্ঠানে।

তারা দাবি করছেন, তাদের উদ্ভাবিত ‘সিনলাইট’ থেকে হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব হবে। হাইড্রোজেন পুড়লে যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত হয় না, তাই ভবিষ্যতে হাইড্রোজেনকেই জ্বালানী হিসেবে ব্যবহার করতে হবে বলে মনে করছেন তারা।

sinlight germany2

‘সিনলাইট’ বসানো হয়েছে তিন তলা উঁচু একটি ভবনে। সাধারণত মাল্টিপ্লেক্সের লার্জ সিনেমা স্ক্রিনে আলোর জন্য একটি মাত্র জেনন শর্ট আর্ক ল্যাম্প জ্বালানো হয়। আর সানলাইটটিতে সেখানে ১৪০ জেনন শর্ট আর্ক ল্যাম্প বসানো হয়েছে।

বিশ বাই বিশ সেন্টিমিটার এলাকাকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে তুলতে পারে সিনলাইট। আর এই প্রচণ্ড তাপমাত্রায় গবেষকরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করছেন। অবশ্য সোলার রেডিয়েশন ব্যবহার করে হাইড্রোজেন প্রস্তুত করার প্রণালী বেশ কয়েক বছর আগে থেকেই প্রচলিত। কিন্তু সিনলাইট-এর ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব, যা ইন্ডাস্ট্রিয়াল জোনেও ব্যবহার করা যাবে

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৪   ৪৩৪ বার পঠিত