শনিবার, ২৫ মার্চ ২০১৭
বাংলাদেশ ভ্রমণে এবার মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা
Home Page » জাতীয় » বাংলাদেশ ভ্রমণে এবার মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা
বঙ্গ-নিউজ: বাংলাদেশের ভ্রমণের ব্যপারে এবার মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বোমার বিস্ফোরণে বোমা বহনকারীর মৃত্যুর এক দিন পরই নতুন করে এই সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবারই মার্কিন দূতাবাস থেকে এক নিরাপত্তা বার্তায় এ সতর্কতা জারি করা হয়।
নিরাপত্তা বার্তায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নতুন করে চিন্তা-ভাবনা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের চলাচল স্বাভাবিক থাকলেও বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
যারা বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের সব ধরনের খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, বাংলাদেশে আরও জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাংলাদেশে যে সমস্ত মার্কিন নাগরিক অবস্থান করছেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদেরও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সবার আগে প্রাধান্য দিতে বলা হয়েছে।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০:১৯:৪০ ৩২৬ বার পঠিত