শনিবার, ২৫ মার্চ ২০১৭

অভিযান চলছে: বিস্ফোরণের শব্দে কাঁপছে আতিয়া মহল

Home Page » জাতীয় » অভিযান চলছে: বিস্ফোরণের শব্দে কাঁপছে আতিয়া মহল
শনিবার, ২৫ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা ‘আতিয়া মহলে’ চলছে যৌথ অভিযান। সেনাবাহিনীর প্যারা-কমান্ডো এবং সোয়াত টিম দুপুর ২টার অভিযান শুরু করে। অভিযান চলাকালে দুই পক্ষের গোলাগুলির মধ্যে সর্বশেষ পাওয়া খবর হলো, বিকাল ৫টার দিকে ‘আতিয়া মহল’ বেশকিছু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেছে।

swat in syhet

এলাকাবাসী জানান, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিট, ৪টা ৫৬ মিনিট এবং ৪টা ৫৭ মিনিটে পর পর তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে বেলা সোয়া ২টার এবং পৌনে তিনটার দিকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে অনেকে জানান। বিস্ফোরণগুলো আতিয়া মহলের পঞ্চম তলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে অভিযান চলাকালিন গোলাগুলি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় এক ব্যক্তি। কয়েকজন সেনা সদস্যও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী ও সোয়াত টিমের সদস্যরা আতিয়া মহলকে ঘিরে যৌথভাবে অভিযান চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, ‘অভিযান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’

আজ সকালেই ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযানটি শুরু হয়। প্যারা কমান্ডো টিম সকাল ১০টার দিকে বাড়িটিতে অবরুদ্ধ হয়ে থাকা কিছু মানুষকে বের করে নিয়ে আসে। যৌথ বাহিনীর অভিযান এখনো চলছে।

বাংলাদেশ সময়: ২০:১৪:২৮   ৩৪১ বার পঠিত