শনিবার, ২৫ মার্চ ২০১৭

আইএস লন্ডন হামলার দায় স্বীকার করেছে

Home Page » আজকের সকল পত্রিকা » আইএস লন্ডন হামলার দায় স্বীকার করেছে
শনিবার, ২৫ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ গতকাল বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএস এর নিজস্ব বার্তা সংস্থা আমাকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলাকারী একজন আইএস যোদ্ধা।

london westminster bridge

আমাকের মাধ্যমে আইএসের লন্ডন হামলার দায় স্বীকার করার খবরটি প্রকাশ করা হয়েছে এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে। এর আগে লন্ডন হামলায় পাঁচজন নিহত ও প্রায় অর্ধশত আহত হওয়ায় ‘উল্লাস’ প্রকাশ করা হয়েছিল আইএসের পক্ষ থেকে।

গতকাল যুক্তরাজ্যের পার্লামেন্ট অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাহিরে হামলা চালানো হয়। এতে হামলাকারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যসহ নিহত হন পাঁচ ব্যক্তি। তার মধ্যে পুলিশের গুলিতে হামলাকারি নিজেও নিহত হন। এই ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত।

এদিকে, এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি বলেন, ‘তার সম্পর্কে ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থা আগে থেকেই জানত। কয়েক বছর আগে তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল। কিন্তু তিনি বড়মাপের সন্ত্রাসী ছিলেন না।’

বাংলাদেশ সময়: ১৩:১৯:০০   ৩১৫ বার পঠিত