শনিবার, ২৫ মার্চ ২০১৭
ডিএমপি কমিশনার: বিমানবন্দরের ঘটনা ‘হামলা’ নয়
Home Page » আজকের সকল পত্রিকা » ডিএমপি কমিশনার: বিমানবন্দরের ঘটনা ‘হামলা’ নয়বঙ্গ-নিউজঃ গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে বোমার বিস্ফোরণে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাটি ‘হামলা’ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেছেন, ‘বিমানবন্দরের গোলচত্বরে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার বিষয়টি কোন হামলার ঘটনা নয়। বোমা বহনকারী ব্যক্তি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গেলে বোমাটির বিস্ফোরণ ঘটে, এতে বোমা বহনকারীর মৃত্যু হয়।’
এক প্রশ্নে জবাবে ডিএপি কমিশনার ব্যাখ্যা দিয়েছেন, ‘বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল না ওই ব্যক্তির। কারণ তিনি পূর্ব দিক থেকে এসে হেঁটে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। বিমানবন্দরে হামলার পরিকল্পনা থাকলে হামলাকারী ওই পথে যেতেন না।’
ডিএমপি কমিশনার যোগ করেছেন, ‘আত্মঘাতী হামলার পরিকল্পনা থাকলে হামলাকারী দ্রুত পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যদের কাছে চলে যেতেন, কিন্তু হামলাকারী সেটা করেননি।’
এদিকে, বিমানবন্দর চত্বরে হামলার কয়েক ঘন্টা পর এই হামলার দায় স্বীকার করে নিয়ে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এটিকে ‘আত্মঘাতি হামলা’ বলে উল্লেখ করা হয়েছে আইএসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৩:০৬:৩১ ৩২২ বার পঠিত