শনিবার, ২৫ মার্চ ২০১৭
৬ বছর পর কারামুক্ত হলেন প্রেসিডেন্ট হোসনি মোবারক
Home Page » প্রথমপাতা » ৬ বছর পর কারামুক্ত হলেন প্রেসিডেন্ট হোসনি মোবারক
বঙ্গ-নিউজঃ ছয় বছর ধরে বন্দী থাকার পর ২৪ মার্চ শুক্রবার মুক্তি পেয়েছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রভাবশালী হোসনি মোবারক। তিনি ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা করেছিলেন বলে অভিযোগ ছিলো।
হোসনি মোবারকের আইনজীবীর বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, হোসনি মোবারককে মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাংশের একটি সামরিক হাসপাতাল থেকে নিজ বাড়িতে যেতে দেয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখা হয়।
চলতি বছর মার্চের শুরুর দিকে মিশরের তার বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ থেকে মোবারককে মুক্তির আদেশ দেন উচ্চ আদালত। বর্তমানে হোসনি মোবারক শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও নুয়ে পড়েছেন বয়সের ভারে। ১৯৮১ সালে তিনি মিশরের প্রেসিডেন্ট হন। এরপর টানা তিন দশক তিনি ক্ষমতায় আসীন ছিলেন। হোসনি মোবারককের বর্তমান বয়স ৮৮।
প্রসঙ্গত, ২০১১ সালে মোবারকের বিরুদ্ধে আন্দোলনে নামে সাধারণ জনগণ। পরে আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত করা হয় হোসনি মোবারককে। এবং সে বছরই এপ্রিল মাসে গণহত্যার অভিযোগে তাকে বন্দী করে বিচারের মুখোমুখি করা হয়।
বাংলাদেশ সময়: ৯:২১:২৭ ৩৭৫ বার পঠিত