শনিবার, ২৫ মার্চ ২০১৭
অপেক্ষা -মাহবুবা রহমান লাকি
Home Page » সাহিত্য » অপেক্ষা -মাহবুবা রহমান লাকিগভীর রাত্রিশেষে তুমি যেন ভোরের রূপকথা,
অনন্তকাল আরণ্য-আঁধারে তোমারই জন্যে
বসে আছি অপেক্ষায়।
ছেঁড়া ছেঁড়া মেঘের ভেলায়
তুমি স্বপ্নলোকের ছায়া,
ফাগুন হাওয়ার বসন্তসাজে
আবিরে রঙে পাওয়া স্বপ্নের ফুল।
গভীর রাতে স্বপ্নের বুনন
ভোরে তার যবানিকাপাত,
ভালবাসার অহংকারে আমার মন সাজে
নতুন আলোকসম্পাতে।
মুগ্ধ মাধুরীর বসন্তবিন্যাসে
অপরূপ সৃষ্টি তুমি- অবিনশ্বর তুমি।
তাই তোমার অপেক্ষায় আছি আমি-
তুমিই আমার ভালোবাসার অক্ষয় উপমা।
বাংলাদেশ সময়: ১:০৯:৫০ ৩৮৪ বার পঠিত