শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
মন্ত্রী নিজেই ক্লাস নিলেন ! সময়মতো শিক্ষক আসেননি,
Home Page » প্রথমপাতা » মন্ত্রী নিজেই ক্লাস নিলেন ! সময়মতো শিক্ষক আসেননি,
বঙ্গ-নিউজঃ স্কুল খোলার কথা সকাল ৯ টায়। সেখানে বেলা ১১টা ৪০মিনিটেও দেখা গেলে স্কুলের দরজা বন্ধ। স্যারের জন্য স্কুল ঘরের বাইরেই অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। স্কুল পরিদর্শন করতে গিয়ে এমন অবস্থাই দেখলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। পরে নিজেই শিক্ষার্থীদের নিয়ে গেলেন শ্রেণীকক্ষে, নিলেন ক্লাস।
বৃহস্পতিবার এমনই লজ্জাজনক পরিস্থিতি ঘটেছে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মন্ত্রীর সফরসঙ্গীরা জানান, বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিদ্যালয়টির সামনে দিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখতে পান। পরে মন্ত্রী গাড়ি থামিয়ে দেখেন ১১টা ৪০মিনিটেও কোনো শিক্ষক বিদ্যালয়ে আসেননি।
জানা গেছে, এমন পরিস্থিতির পর মন্ত্রী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহাতাবুর রহমানকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। পরে ১০ মিনিট পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম বিদ্যালয়ে আসেন। তবে তখনও অনুপস্থিত ছিলেন স্কুলটির দুই সহকারী শিক্ষক সাইদুর রহমান ও রেজাউল ইসলাম। এরপর মন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করে ক্লাস নেন।
উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহাতাবুর রহমান জানান অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এলাকাবাসী জানান, বিদ্যালয়টির শিক্ষকরা তাদের ইচ্ছা মতো সময়ে ক্লাসে আসেন। আবার ঠিকমতো ক্লান না নিয়েই দুপুরের মধ্যেই ছুটি দিয়ে দেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৬ ৪৬০ বার পঠিত