শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
“প্রমিত বাংলাভাষার ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ- সনদ প্রদান
Home Page » মুক্তমত » “প্রমিত বাংলাভাষার ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ- সনদ প্রদানবঙ্গ-নিউজঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গত ১৯ - ২৩ মার্চ ২০১৭ পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হলো “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান প্রক্রিয়ায় প্রমিত বাংলাভাষার ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ। এ ব্যাচে দেশের ৯টি বিভাগের ২৫টি জেলা থেকে ২৭জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণশেষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী।
বাংলাদেশ সময়: ২২:২৪:২৩ ৪৬১ বার পঠিত