শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
নারী ও শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নম্বর পরিবর্তন
Home Page » জাতীয় » নারী ও শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নম্বর পরিবর্তনবঙ্গ-নিউজঃ নারী ও শিশু নির্যাতন রোধে গঠিত জাতীয় হেল্পলাইন সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ১০৯ -এ ফোন করেই বিনামূল্যে এ সম্পর্কিত সেবা পাওয়া যাবে। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে নারী ও শিশু নির্যাতন রোধে জাতীয় হেল্প লাইন সেন্টারের নম্বর ছিলো ১০৯২১। কিন্তু পাঁচ ডিজিটের হওয়ায় নম্বরটি মনে রাখা কষ্টকর বলে অনেকেই অভিযোগ করেছেন। ফলে এবার ডিজিট কমিয়ে হেল্প লাইন সেন্টারের নম্বর তিন ডিজিটে নিয়ে আসা হয়েছে।এখন থেকে ১০৯ -এ ফোন করে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের যেকোনো স্থান থেকে নির্যাতনের শিকার নারী ও শিশু সকল প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশের বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারবেন।
এছাড়া এই হেল্পলাইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১:৫২:৫৫ ৯৭৫ বার পঠিত