শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এসেছে।বঙ্গ-নিউজঃ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে (এফইপিডি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে খিলগাঁও, পোস্তগোলা, সদরঘাট, সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহামুদুল হক জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
আপডেট: বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী প্রমুখ ঘটনাস্থলে ছুটে এসেছেন।
এখন পর্যন্ত কেউই আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১:২৬:৪২ ৩৭৫ বার পঠিত