বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
শেষ মুহূর্তে আটকালো এরশাদের রায় : উপহারে অনিয়ম
Home Page » প্রথমপাতা » শেষ মুহূর্তে আটকালো এরশাদের রায় : উপহারে অনিয়ম
বঙ্গ-নিউজঃ দুই যুগ আগের একটি দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আপিলের রায় শেষ মুহূর্তে আটকে গেছে।
হাই কোর্টে শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন রাখা হলেও একই মামলায় রাষ্ট্রপক্ষের দুটি আপিল অনিষ্পন্ন থাকায় রায় আর হয়নি।
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের এই একক বেঞ্চ এ মামলার সব ফাইল পাঠিয়ে দিচ্ছেন প্রধান বিচারপতির কাছে। তিনি নতুন বেঞ্চ ঠিক করে দিলে সেখানেই দুই পক্ষের আপিল নিষ্পত্তি হবে।
দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন খুরশীদ আলম খান। অন্যদিকে এরশাদের পক্ষে ছিলেন শেখ সিরাজুর ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৬ ৪৪৮ বার পঠিত