বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
যে হার জুগিয়ে গেলো জয়ের প্রেরণা
Home Page » ক্রিকেট » যে হার জুগিয়ে গেলো জয়ের প্রেরণা
বঙ্গ-নিউজ: ৩৫৫ রান করতে গিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হলো ৩৫২ রানে। অর্থাৎ হারতে হলো দুই রানের ব্যাবধানে। প্রস্তুতি ম্যাচের এই হারে অবশ্য হতাশ নন মাশরাফিরা। বরং হার থেকেই জয়ের প্রেরণা নিচ্ছেন তারা।
এমনিতে প্রস্তুতি ম্যাচের ফলাফল খুব একটা প্রভাব ফেলে না। প্রস্তুতি ম্যাচ বলে তা দ্রুতই ভুলে যেতে পারেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতি ম্যাচের হার-টার অবশ্য মনে থাকার মতো কিছু নয়ও।
তবে জিতলে বা ভালো কিছু করলে সেটা অনুপ্রেরণা ঠিকই দেয়। প্রস্তুতি ম্যাচটি থেকেও বাংলাদেশ পাচ্ছে অনুপ্রেরণার রসদ। বোলিংটা ছন্নছাড়া হলেও ব্যাটিংয়ে বাংলাদেশ ছিলো অত্যন্ত গোছালো এবং প্রতিপক্ষের জন্য ভীতিজাগানিয়া।
৩৫৫ রানের পিছনে ছুটতে গিয়ে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো প্রস্তুতি ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে যান ইমরুল কায়েস। তখন মনে হয়েছিলো প্রস্তুতি ম্যাচে বোধহয় বড় একটা ধাক্কাই খাবে বাংলাদেশ।
কিন্তু তা হয়নি। সাব্বির, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ ও মাশরাফির হাফ সেঞ্চুরি এবং সৌম্য সরকারের চল্লিশোর্ধ্ব এক ইনিংসে অবশ্য লড়াইটা ভালো করেছে বাংলাদেশ।
এই লড়াই-ই মূলত মূল সিরিজের জন্য আত্মবিশ্বাসের পালে বইয়ে দিলো জোর হাওয়া। এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করা সাব্বির বললেন, ‘আমরা আসলে ব্যাটিংটা ভালোভাবে করতে চেয়েছিলাম। রান তাড়া করার একটা ইচ্ছেও ছিলো। সেটা হয়েছে এবং ভালোভাবেই হয়েছে।’
হার নিয়ে সাব্বির বলেন, ‘এই হার নিয়ে আসলে আক্ষেপ নেই। সবাই কমবেশি রান পেয়েছে। এটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। মূল সিরিজে যদি ওদেরকে ২৮০- ২৯০ রানে আটকাতে পারি, তবে আমরা ম্যাচ জিততে পারবো।’ এই যে সাব্বির জিততে পারার কথা বলছেন, এটাই নিশ্চয় প্রস্তুতি ম্যাচের বড় পাওয়া!
বাংলাদেশ সময়: ১১:৫৮:৫৯ ৩৪৩ বার পঠিত