বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
লন্ডন হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫
Home Page » প্রথমপাতা » লন্ডন হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫
বঙ্গ-নিউজ: যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির অনলাইন প্রতিবেদনে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
নিহত পাঁচ ব্যক্তির মধ্যে হামলাকারীও রয়েছেন, বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। আর বাকি তিন জনের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। পার্লামেন্টে ঢুকতে বাঁধা দিলে হামলাকারী তাকে ছুরিকাঘাত করেন। বাকি তিনজন হামলাকারীর গাড়ি চাপায় মারা গেছেন বলা হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যের পার্লামেন্ট চলাকালে এই হামলার ঘটনা ঘটে। পার্লামেন্টের যৌথ অধিবেশন চলাকালে টেমস নদী সেতুর ওপর কয়েকজনকে চাপা দিয়ে পার্লামেন্টে পাশের এক রেলিংয়ে ধাক্কা খায় একটি গাড়ি।
পরে গাড়ি থেকে নেমে ছুরি হাতে পার্লামেন্টে ঢুকতে চায় হামলাকারী। বাঁধা দিলে এক পুলিশ সদস্যের উপর ছুরি চালিয়ে দেন হামলাকারী। পরে পুলিশ তাকে গুলি করেন।
এই হামলার দায় কেউ এখনো স্বীকার করেনি। তবে ঘটনাটি ‘সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছে যুক্তরাজ্য এবং সব দিক মাথায় নিয়েই এই বিষয়ের তদন্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।
বাংলাদেশ সময়: ১১:৫২:২৪ ৩৫৬ বার পঠিত