বুধবার, ২২ মার্চ ২০১৭
সবার আগে তিস্তা চুক্তি: ফখরুল
Home Page » জাতীয় » সবার আগে তিস্তা চুক্তি: ফখরুল
বঙ্গ-নিউজ:ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত তিস্তা চুক্তি সম্পাদন করা। এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব এ সময় আরো বলেন, ‘যদি তিস্তা চুক্তিই না হয়, তবে অন্য সব চুক্তি অর্থহীন হয়ে যাবে। আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাচ্ছি না। একই সঙ্গে আরো ৫৪টি নদীর ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না।’
এ সময় ফখরুল বলেন যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন কোনো চুক্তি জনগণ কোনোভাবেই মনে নিবে না। এ কথা বলি তিনি মূলত বাংলাদেশ- ভারতের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি বিষয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
২০১১ সালে একবার তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দেয়ার ব্যাপারে চুক্তি করতে চেয়েছিলো ভারত। কিন্তু সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ বিষয়ে আপত্তি জানান। ফলে চুক্তিটি ঝুলে পড়ে।
এ দিকে প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরেও চুক্তিটি ঝুলে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বাংলাদেশ সময়: ২২:২৭:০২ ৩৯৭ বার পঠিত