বুধবার, ২২ মার্চ ২০১৭

আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে, কাউয়া

Home Page » চাকুরির বাজার » আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে, কাউয়া
বুধবার, ২২ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ এখন লীগে ভরে গেছে, প্রচার লীগ, তরুণ লীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগ। সংগঠনে এখন কাউয়া ঢুকছে। জায়গায় জায়গায় কাউয়া আছে। পেশাহীন পেশিজীবী আমাদের দরকার নেই। ঘরের ভেতর ঘর বানানো চলবে না। মশারির ভেতর মশারি টানানো চলবে না।’

obaydul kader to media

আজ বুধবার সিলেটে বিভাগীয় তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় সমাবেশ উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার প্রায় ১০ হাজার তৃণমূল নেতাকর্মীর সমাগম হয় সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ চার জেলার তৃণমূলের প্রতিনিধিরা।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমি বিএনপির নাম দিয়েছি বাংলাদেশ নালিশ পার্টি। বি-তে বাংলাদেশ, এন-এ নালিশ আর পি-তে পার্টি। মানে বাংলাদেশ নালিশ পার্টি। যাদের নালিশ করা ছাড়া আর কোন কাজ নেই। বিএনপির আন্দোলন হয় ঈদের পরে। এই ঈদের পরে আন্দোলন। এরপর বলে,পরের ঈদের পরে আন্দোলন। বিএনপির আন্দোলন আর আসে না। বিএনপি এখন মরা গাঙ হয়ে গেছে। এই মরা গাঙে আর ঢেউ আসবে না। আন্দোলন এই বছর না সেই বছর, মানুষ বাঁচে কয় বছর।’

জাতীয় নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনের আর মাত্র দেড় বছর বাকি। নেতা-কর্মীদের কথা কম বলে বেশি কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলকে শৃঙ্খলিত রেখে শেখ হাসিনাকে জয় উপহার দিতে হবে।’

সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, ‘সিলেটের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ সারা দেশে প্রতিটি স্থানেই প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দেওয়া হবে। আওয়ামী লীগে যেসব পদ জমিদারের মতো দখল হয়ে আছে, সম্মেলনের মাধ্যমে সেসব পদ ত্যাগী নেতা-কর্মীদের দেয়া হবে। এটা নিয়ে কোন টালবাহানা চলবে না।’

সিলেট-১ আসনের বর্তমান প্রার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উপস্থিতিতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ আগামী জাতীয় নির্বাচনে ওই আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তার এ ঘোষণার পর তার সমর্থকরা ব্যানার উঁচিয়ে তাকে সমর্থন জানান। অবশ্য অর্থমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তৃতায় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেননি

বাংলাদেশ সময়: ২২:১৯:৫১   ৪৬৩ বার পঠিত