বুধবার, ২২ মার্চ ২০১৭
পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নিয়েছে উত্তর কোরিয়া
Home Page » জাতীয় » পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নিয়েছে উত্তর কোরিয়া
বঙ্গ-নিউজ: আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির কাজ দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ইউকিয়া আমানো বলেন, গত কয়েক বছরে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পূর্বের চেয়ে দ্বিগুণ করেছে। পিয়ংইয়ংয়ের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা বিশ্ববাসীর জন্য হুমকিস্বরূপ।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কাজ দ্রুত সম্প্রসারণে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার প্রধান জানান, পিয়ংইয়ংয়ের সাথে এখন কোনো সমাধানে যাওয়াটা পুরোপুরি অসম্ভব। আলোচনার মাধ্যমেও তাদেরকে আর পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা সম্ভব নয়।
তিনি বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা দিক থেকে উত্তর কোরিয়া এখন নতুন যুগে প্রবেশ করেছে। অন্তত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য তাই ইঙ্গিত করে বলে জানান আইএইএ প্রধান।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়া সংকটের সমাধান করার ব্যাপারে সামরিক হস্তক্ষপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব নয়।
পিয়ংইয়ং জানিয়েছে, আমেরিকা ও তার মিত্ররা উত্তর কোরিয়ার প্রতি নমনীয় না হওয়া পর্যন্ত তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা বৃদ্ধি করতেই থাকবে।
বাংলাদেশ সময়: ২২:১৩:০৫ ৩৬৮ বার পঠিত