বুধবার, ২২ মার্চ ২০১৭
লন্ডনে পার্লামেন্ট হাউসের বাইরে গোলাগুলি, আতঙ্ক
Home Page » জাতীয় » লন্ডনে পার্লামেন্ট হাউসের বাইরে গোলাগুলি, আতঙ্ক
বঙ্গ-নিউজ: লন্ডনে পার্লামেন্ট হাউসের বাইরে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গোলাগুলিতে একজন ছুরি হাতে ‘দুর্বৃত্ত’ অস্ত্রধারী পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে ওই ‘দুর্বৃত্ত’ মারা গেছে কি না তা জানা যায়নি।
এদিকে রয়টার্সের একজন ফটোগ্রাফার জানিয়েছেন, পার্লামেন্টের কাছেই ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিনি কমপক্ষে এক ডজন মানুষকে আহত অবস্থায় দেখেছেন। ব্রিজের ওপর কমপক্ষে দুজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি।
এছাড়া পার্লামেন্টের হাউজ অব কমন্সের একজন সদস্য জানিয়েছেন, তিনি হাউজের বাইরে প্রচণ্ড চিৎকার-চেচামেচি এবং গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন।
পার্লামেন্টের একজন কর্মকর্তা জানান, কমপক্ষে দুইজন ব্যক্তিকে গুলি করেছে অস্ত্রধারী পুলিশ। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। পার্লামেন্টের সদস্যরাও ভিতরে আটকা পড়ে আছেন।
রয়টার্সকে এক পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনার খবর পেয়ে তারা ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে এসেছেন। তাদের একজন অফিসার আগে থেকেই এখানে ছিলেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
রয়টার্সের ওই ফটোগ্রাফার জানান, পুলিশের অনুরোধে ওয়েস্টমিনিস্টার মেট্রোর (ভূগর্ভস্থ ট্রেন) প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২২:০৮:৩৪ ৪০১ বার পঠিত