বুধবার, ২২ মার্চ ২০১৭
ব্রিটেনও ছয় মুসলিম দেশের বিমানে ল্যাপটপ-ট্যাবলেট নিষিদ্ধ করছে
Home Page » প্রথমপাতা » ব্রিটেনও ছয় মুসলিম দেশের বিমানে ল্যাপটপ-ট্যাবলেট নিষিদ্ধ করছে
বঙ্গ-নিউজ: মুসলিম আট দেশ থেকে ছেড়ে আসা বিমানে ইলেকট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের সমালোচনার রেশ না কাটতেই এবার ব্রিটেনও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ছয়টি মুসলিম দেশ থেকে ছেড়ে আসা বিমানে ল্যাপটপ ও ট্যাবলেট নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন।
শুধু ল্যাপটপ বা ট্যাবলেট নয়, বড় আকারের স্মার্টফোন বহনেও নিষেধাজ্ঞা আরোপের কথা জানাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে সাধারণ যাত্রীদের প্রায় সবাই মনে করছেন নিরাপত্তার নামে এটা বড় ভোগান্তি।
একদিন আগে মুসলিম প্রধান আট দেশ থেকে ছেড়ে আসা বিমানে ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই আট দেশ হলো- তুরস্ক, লেবানন, জর্ডান, মিশর, তিউনিসিয়া, কাতার, কুয়েত ও সৌদি আরব।
এসব দেশ থেকে ছেড়ে আসা এয়ারলাইন্সে এই সিদ্ধান্ত কার্যকর করতে চারদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন,‘গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাণিজ্যিক বিমানগুলোকে টার্গেট করতে নানা রকম নতুন উদ্ভাবনী কায়দা ব্যবহার করছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৮ ৩৬২ বার পঠিত