বুধবার, ২২ মার্চ ২০১৭
নির্বাহী আদেশ পেলেই কার্যকর হবে মুফতি হান্নানের ফাঁসি
Home Page » জাতীয় » নির্বাহী আদেশ পেলেই কার্যকর হবে মুফতি হান্নানের ফাঁসি
বঙ্গ-নিউজ: সরকারের নির্বাহী আদেশ পেলেই কার্যকর করা হবে মুফতি হান্নানের ফাঁসি। মহাকারাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো সরকারের নির্বাহী আদেশ আসেনি। সেটা এলেই আমরা ফাঁসি কার্যকর করবো। নিজেদের কাজ করতে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে।’
একই অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামী হলেন মুফতি আব্দুল হান্নান, শরীফ শাহেদ বিপুল ও দেলোয়ার রিপন। এদের মধ্যে মুফতি ও বিপুল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। আর রিপন জানিয়েছেন, তিনি এ ব্যাপারে পরে জানাবেন।
২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আনোয়ার আহত হন। মারা যান তিনজন।
ওই ঘটনায়ই মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু ১৯ তারিখ আদালত আসামীদের আপিল খারিজ করে দেন এবং তাদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকে।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪০ ৩৫৬ বার পঠিত