বুধবার, ২২ মার্চ ২০১৭

‘প্রাণভিক্ষা’ চাইবেন মুফতি হান্নান

Home Page » এক্সক্লুসিভ » ‘প্রাণভিক্ষা’ চাইবেন মুফতি হান্নান
বুধবার, ২২ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান প্রাণভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন। আজ সকালে মৃত্যুদণ্ড বহাল থাকার রায় পড়ে শোনানো হলে প্রাণভিক্ষার আবেদনের কথা জানান তিনি।

mufti hannan

বুধবার সকালে কাশিমপুরের কারাগারে মৃত্যুদণ্ড বহাল থাকার রায় পড়ে শোনানো হয় মুফতি হান্নান ও অন্যান্যদের। এসময় মুফতি হান্নানকে জিজ্ঞেসা করা হয় তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা। কাশিমপুর কারাগারের কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেছেন, জিজ্ঞেসা করা হলে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুফতি হান্নান।

২০০৪ সালে ব্রিটিশ হাইকমিশনারের উপর গ্রেনেড হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুফতি হান্নানসহ হরকাতুল জিহাদের অপর দুই নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ওই দুইজনের মধ্যে শরীফ শাহেদুল বিপুল মুফতি হান্নানের সাথে কাশিমপুর কারাগারেই আছেন। তাকেও সকালে রায় পড়ে শুনানো হয়েছে। আর একজন দেলোয়ার ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে। প্রাণভিক্ষা চাইবেন কিনা তার কাছ থেকেও সেটা জানতে চাওয়া হবে।

প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তি হলে যে আসামি যে কারাগারে আছেন সেখানেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৮   ৩৫৮ বার পঠিত