বুধবার, ২২ মার্চ ২০১৭
উচ্চ মাধ্যমিক স্কুলে লিফটের বদলে এক্সিলেটর লাগাতে হবে ; প্রধানমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » উচ্চ মাধ্যমিক স্কুলে লিফটের বদলে এক্সিলেটর লাগাতে হবে ; প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ দেশের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে লিফটের পরিবর্তে এক্সিলেটর বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে লিফট লাগানোর কথা ছিলো সেগুলোতে এক্সিলেটর লাগানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া স্কুলের এক শ্রেণিকক্ষ থেকে আরেক শ্রেণিকক্ষে যাওয়ার জন্য টানা বারান্দা দেয়ার কথা বলেছেন।
আজকের বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ৪ হাজার ৬৪০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
আজকের বৈঠকে মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সবগুলো প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে সরকার ১ লাখ ৪ হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা দেবে এবং বাকি ১৮ হাজার ৮৪৭ কোটি ২৩ লাখ টাকা বৈদেশিক সহায়তা থেকে দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০৭:২২ ৩৫৮ বার পঠিত