বুধবার, ২২ মার্চ ২০১৭
মুসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি জব্দ
Home Page » আজকের সকল পত্রিকা » মুসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি জব্দবঙ্গ-নিউজঃ আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের বিলাসবহুল একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগে এই রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করা হয়।
এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ নম্বরে প্রিন্স মুসার বাড়িতে দিনভর অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। শেষে বিকালে রাজধানীর ধানমণ্ডি থেকে প্রিন্স মুসা গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানান, বাড়ির সিসিটিভি ক্যামেরায় গাড়িটি দেখে গোয়েন্দাদের কাছে গাড়িটি হস্তান্তরের জন্য প্রিন্স মুসাকে নোটিশ দেওয়া হয়। গাড়িটি তখন প্রিন্স মুসার নাতিকে নিয়ে ধানমণ্ডির একটি স্কুলে গিয়েছে।
গোয়েন্দাদের উপস্থিতির খবর পেয়ে গাড়িটিকে স্কুল থেকেই ধানমণ্ডির অন্য এক বাসায় লুকিয়ে রাখা হয়। এরপর বিকালে প্রিন্স মুসার নাতি অন্য আরেকটি গাড়িতে চড়ে বাড়িতে ফেরে।
বহু খোঁজখর শেষে শুল্ক গোয়েন্দাদের একটি টিম ধানমণ্ডির লেকব্রিজ অ্যাপার্টমেন্ট থেকে রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করে। এই গাড়িটি মুসা বিন শমসের নিজে ব্যবহার করতেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ভুয়া আমদানি কাগজপত্র দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিলো। এখন শুল্ক আইন ও অর্থপাচার আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০০:৫১ ৪৬১ বার পঠিত