মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের রাস্তা ভাঙ্গন

Home Page » সারাদেশ » ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের রাস্তা ভাঙ্গন
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



img_20170321_225046_128.JPGইমন আহম্মেদ, বঙ্গ-নিউজঃ ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়ক তেতুল তলানামক স্থানে রাস্তা ভেঙ্গে খানা গর্তে প্ররিনিত! সৃষ্টি হচ্ছে যানজট দেখার কেউ নেই। ঝিনাইদহ সদর উপজেলার বুক চিরে অতিবাহিত হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়ক বর্তমান সড়কটি খুলনা বিভাগের ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে,এই রাস্তা দিয়ে। এমন কি রাজধানী ঢাকা সহ দেশের অধিক অংশো জেলা শহরে খুলনা বিভাগের মানুষ চলা চল করে এই সড়ক দিয়ে,কিন্ত অল্প খানেক রাস্তার জন্য প্রতিদিন এই মহাব্যস্ততম সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট হয়ে থাকে।গত কাল সরেজমিনে দেখা গেছে রাস্তার বেহাল দশা, তিন ঘন্টা রাস্তায় আটকে থাকা ঢাকার এক যাত্রীর সাথে কথা হয় এই প্রতিবেদকের সাথে তিনি বলেন এই রাস্তার হাল দেকে মনে হয় না যে সরকারের কোন কর্মকর্তারা এই জেলা শহরে বাস করেন। আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ঢাকায় যাই কিন্ত অনেক দিন ধরে রাস্তার এমন করুন দশা দেখে কান্না আসে আপনার মাধ্যমে সরকারের কাছে আমার আবেদন রাস্তার টি অতি দ্রত মেরামত করা হোক ।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৫   ৩৪৩ বার পঠিত