মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

জীবনের সেরা স্মৃতি’— শততম টেস্ট জয়ের অনুভূতি

Home Page » ক্রিকেট » জীবনের সেরা স্মৃতি’— শততম টেস্ট জয়ের অনুভূতি
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ শততম টেস্ট জেতার কাজটা হয়ে গেছে। এখন ওয়ানডের চ্যালেঞ্জ মাশরাফি- মুশফিকদের সামনে। এই চ্যালেঞ্জে, মানে ওয়ানডে দলে না থাকা তিন ক্রিকেটার গতকাল ফিরে এসেছেন দেশে। সঙ্গে এনেছেন ‘জীবনের সেরা স্মৃতি’— শততম টেস্ট জয়ের অনুভূতি।

bangladesh team in srilanka

ফিরে আসা তিন ক্রিকেটার হলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। টেস্ট দলে থাকা কামরুল ইসলাম রাব্বিও অবশ্য ওয়ানডে দলে নেই। তবে তিনি ফিরেননি। কদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রাব্বি শ্রীলঙ্কা থেকে গেছেন মধুচন্দ্রিমার জন্য।

এ দিকে দেশে ফিরে এসে শততম টেস্ট জয়ের গল্প শুনিয়েছেন তিন ক্রিকেটার। মুমিনুল জানালেন, শততম টেস্টের দলে না থাকতে পারলেও তিনি খুশি। কারণ দুর্বলতার জায়গাগুলো তিনি চিহ্নিত করতে পেরেছেন। এটাও তার কাছে বড় একটা ব্যাপার।

তাইজুল জানালেন, গলে বিশাল ব্যবধানে হারের পর এক জরুরি সভায় বসেছিলেন ক্রিকেটাররা। সেই সভাটাই বদলে দিয়েছে দলের মনোভাব। তৈরি করেছে জেতার অদম্য এক বাসনা।

এই স্পিনার বলেন, ‘আমার কাছে মনে হয়েছে গলে না হারলে আমরা শততম টেস্টটা জিততে পারতাম না। ওই হারের পর আমরা জরুরি মিটিংয়ে বসেছিলাম। সেখানে সবাই সবার করণীয় সম্পর্কে প্রতিজ্ঞা করেছি। ওই মিটিংটাই আমাদের বদলে দিয়েছে।’

বদলে যাওয়া বাংলাদেশের শততম টেস্টের জয়টা এসেছে মেহেদি হাসান মিরাজের হাত ধরে। শেষ দুইটা রান এসেছে তার ব্যাট থেকেই। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের শেষ উইকেটটাও নিয়েছিলেন তিনি।

কলম্বোতে থেকে দেশে এ কথাটাই আগে বললেন আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই দারুণ সম্ভাবনা জাগানো এই তরুণ। তিনি বলেন, ‘শততম টেস্ট জেতা অবশ্যই দারুণ ব্যাপার। তবে ভালো লাগছে বেশি, কারণ আমি শেষ দুইটা রান নিয়েছি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে শেষ উইকেটটাও আমি ফেলেছিলাম। এটাই আমার জীবনের সেরা স্মৃতি।’

বাংলাদেশ সময়: ২০:০৬:২৫   ৩৮৫ বার পঠিত