মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথমবারের মতো হিন্দু বিবাহ বিলে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
Home Page » এক্সক্লুসিভ » প্রথমবারের মতো হিন্দু বিবাহ বিলে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্টবঙ্গ-নিউজঃ ১৯৪৭ সালে ভারত থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানি হিন্দুদের জন্য কোন বিবাহ নিবন্ধনের অনুমোদন ছিল না। এবার প্রথমবারের মতো ঐতিহাসিক হিন্দু বিবাহ বিলে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামুনুন হোসেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রোববার প্রসিডেন্ট মামুনুন হোসেন এই বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে হিন্দু পরিবারের আইনগত অধিকার ও স্বার্থ রক্ষা হবে।
এদিকে, এই বিল স্বাক্ষরের মাধ্যমে যে আইন প্রণয়ন হলো তাতে হিন্দু ধর্মের অনুসারীরা বিবাহ বিচ্ছেদ এবং পুনরায় বিবাহের আবেদন করতে পারবেন। পাশাপাশি বিবাহ বিচ্ছেদের পর নারী ও শিশুরা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পাবেন।
পাকিস্তান সরকারের এই উদ্যোগে বেজায় খুশি দেশটির হিন্দু সম্প্রদায়। এই আইন পাসের মাধ্যমে পাকিস্তানি হিন্দুদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দু পরিষদের প্রধান রমেশ কুমার ভাঙ্কওয়ানি। ১৯৪৭ সাল থেকে বিবাহ নিবন্ধন ও বাহিলের প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ থেকে বঞ্চিত হয়ে আসছিল পাকিস্তানি হিন্দুরা।
বাংলাদেশ সময়: ২০:০২:৩২ ৩৪১ বার পঠিত